একলা জীবনের সুখ
লাইফস্টাইল ডেস্ক : বিয়ে হচ্ছে ‘দিল্লিকা লাড্ডু’। যারা বিয়ে করেন নি, তারা মনে করেন তারা অসুখী। কিন্তু বাস্তব জীবনে কিন্তু তা পুরোপুরি ঠিক নয়।
গবেষণায় দেখা যায় যারা বিয়ে করেন নি, তারা অন্যদের চেয়ে বেশি সুখী ও সুস্থ থাকেন।
বিয়ে করলে কেবলমাত্র স্বামী কিংবা স্ত্রী সঙ্গে বেশি কাটানো হয় কিন্তু বিয়ে না করলে বন্ধু-বান্ধব, সহকর্মী ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যায়। জমজমাট সময় কাটানোর জন্য অবিবাহিত জীবনটা অনেক বেশি উপযোগী।
বিয়ে না করলে আপনার সংসারের জন্য অর্থ ব্যয় করতে হবে না। আপনি যে অর্থ উপার্জন করবেন আপনার একলা জীবন সাচ্ছন্দে কেটে যাবে। অর্থনৈতিক দিকে খেকে আপনি সুখে থাকবেন।
একলা জীবনে স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে আপনাকে অতিরিক্ত চিন্তা করতে হবে না, ফলে আপনি সব সময় মানসিক শান্তিতে থাকবেন এবং স্মৃতিশক্তি ভালো থাকবে।
স্বাধীনভাবে আপনি চলতে ফিরতে পারবেন। আপনার যখন ইচ্ছা আপনি বাইরে ঘুরতে পারবেন কিংবা গান গাইতে পারবেন। আপনার কাজে কর্মে কেউ বাধা দেবে না। আপনি আপনার পছন্দের সব কাজ করতে পারবেন। আপনার ব্যক্তিগত ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে না।
এছাড়া গবেষণায় আরো দেখা যায় যারা বিয়ে করেন নি, তাদের হৃদরোগের হার অন্যান্যদের তুলনায় অনেক কম।