শাহআমানত থেকে স্বর্ণের বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহআমানত বিমানবন্দর থেকে ২০ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
দুবাই থেকে আসা মো: খুরশিদ নামে এক যাত্রীর পায়ের জুতা ও মানি ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়। খুরশিদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।
বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান ম-ল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ানের একটি ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৯টায় শাহ আমানতে অবতরণ করে। এ সময় একজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করে জুতা এবং মানিব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪শ’ ৬৬ গ্রাম। পাসপোর্ট জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।