বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মহাখালীতে পুলিশ-শিবির সংঘর্ষ

মহাখালীতে পুলিশ-শিবির সংঘর্ষ 

full_1328260840_1398057283

এইদেশ এইসময়, ঢাকা : জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর নিজামী ও নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর ‘ফাঁসির ষড়যন্ত্রের প্রতিবাদে’ সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। মিছিলে পুলিশের হামলায় সাত কর্মী আহত ও দু’জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রশিবির। তবে পুলিশ বলেছে, সন্দেজনকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

শিবিরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভ মিছিলটি সোমবার সকাল নয়টায় রাজধানীর মহাখালী ওয়ারলেসগেট থেকে শুরু করে আমতলিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ হামলা চালায়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারী মো. সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারী এম ফয়সাল পারভেজ প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone