মিরপুরের পীরেরবাগে ২ জনকে কুপিয়ে হত্যা
ইজাজ ফারুক মেহেদী, ঢাকা : রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় দু’জন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহাঙ্গীর (২৯) ও কাইয়ুম (৩১)।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে মিরপুরের পীরেরবাগ এলাকার বটতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, অ্যাপাচি ও ডিসকভার মডেলের দুটি মটরসাইকেলও উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা এখনো যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান।