বাড়ি খুঁজছেন বিপাশা!
বিনোদন ডেস্ক : রণবীরের মতো নিরিবিলি পরিবেশে, সুন্দর ছোট একটি ফ্ল্যাটের সন্ধানে নেমেছেন বলিউডের আরেক অভিনেত্রী বিপাশা বসু। এবছরের শেষের দিকে অভিনেতা হারমান বাওয়েজার সাথে এই বাঙ্গালী ললনার বিয়ে হওয়ার কথা রয়েছে। আর তাই দুজনার পছন্দ অনুসারে একটি সুন্দর ফ্ল্যাটের জন্য উন্মুখ হয়ে আছেন এই দুই তারকা।
বিপাশা-হারমান ইতোমধ্যেই মুম্বাইয়ের ওয়রলিতে কয়েকটি ফ্ল্যাট পছন্দ করেছেন। তারা ফ্ল্যাট পছন্দের ক্ষেত্রে মনোরম পরিবেশকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে এখনো কোনো বাড়ি তারা চূড়ান্ত করেননি।
এ প্রসঙ্গে বিপাশার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, একটি দুই বেডরুমের ফ্ল্যাটে বসবাস করেন বিপাশা। কিন্তু অনেক দিন ধরেই নতুন একটি ফ্ল্যাটে ওঠার কথা ভাবছিলেন তিনি। তবে এবার হারমানকে বিয়ের পর তিনি নতুন ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে বান্দ্রায় একটি ফ্ল্যাটে বাস করছেন বিপাশা। অন্যদিকে হারমান থাকছেন লোখান্ডওয়ালাতে। এ প্রেমিক জুটি এ বছরেই বিয়ে করতে যাচ্ছেন। এ বছরের শেষ দিকে বিয়ে করবে বলে জানা গেছে। বর্তমানে বিপাশা দুটি ছবির শুটিং করছেন।
উল্লেখ্য, বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ভাঙার পর গত বছর বিপাশা হারমানের সঙ্গে প্রেম শুরু করেন।