ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ৪০
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় অন্তত ৪০ জন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। গত দুই দিনে দুই দফায় এই হামলা চালানো হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সন্ত্রাসীরা গুরুত্বপূর্ণ বেসামরিক এবং সামরিকস্থানে আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় এ হামলা চালানো হয় বলে দেশটির উচ্চ নিরাপত্তা কমিটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে কয়েক শ মানুষ নিহত হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক