যেভাবে শুরু হবে লংমার্চ
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সকাল ৮টায় এয়ারপোর্ট এলাকা থেকে লংমার্চের যাত্রা শুরু হবে। যাত্রা পথে লংমার্চে প্রথম পথসভাটি অনুষ্ঠিত হবে কালিয়াকৈর এ সকাল সাড়ে ৯টায়, এরপর দ্বিতীয় পথ সভাটি বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে টাঙ্গাইল বাইপাস মোড়, সাড়ে ১২টায় সিরাজগঞ্জ পদ্মার মোড়, বেলা আড়াইটায় বগুড়ার মাটির ঢালীর মোড়, বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে, বিকেল সাড়ে ৪টায় পলাশবাড়িতে পথসভা অনুষ্ঠিত হবে।
এরপর লংমার্চ রাতে রংপুর অবস্থান করবে। পরের দিন লংমার্চ সকাল ৯টায় পথসভা দিয়ে যাত্রা শুরু করবে। তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে বেলা ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের নেতা মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামিমুর রহমান শামিম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।