বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শ্রীলংকার সাথে বাণিজ্য বাড়াতে উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী

শ্রীলংকার সাথে বাণিজ্য বাড়াতে উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী 

ai

প্রধান প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বাণিজ্য বাড়াতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার ঢাকা সফররত শ্রীলংকার ইন্টারন্যাশনাল মনিটরি কো-অপারেশন বিষয়ক সিনিয়র মন্ত্রী ড. সরথ অমুনুগামার নেতৃত্বে দেশটির অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ড. পি. বি. জয়াসুন্দরসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে উভয় দেশের আমদানি ও রপ্তানি পণ্য নির্দিষ্ট করে প্রাথমিকভাবে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) এবং পরবর্তীতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের ক্ষেত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, শ্রীলংকা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। উভয় দেশের স্বার্থ রক্ষা করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শিগগিরই উভয় দেশের সচিব পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। তবে বাণিজ্যের পরিমাণ খুব বেশি নয়। বাণিজ্যের পরিমান বাড়ানো দরকার। বাংলাদেশের অনেক পণ্যের চাহিদা রয়েছে শ্রীলংকায়। শ্রীলংকার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। সম্মিলিতভাবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করলে উভয় দেশের বাণিজ্যের অপার সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone