বিএনপি’র তিস্তা লংমার্চ শুরু
এইদেশ এইসময়, ঢাকা : বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরা মোড়ের আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের উদ্বোধন করা হয়।
বিএনপির লংমার্চ কারো বিরুদ্ধে নয় উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই লংমার্চের মাধ্যমে জনগণকে জানিয়ে দিতে চাই, এই পানির দাবি শুধু দাবি নয় এটা আমাদের অধিকার। এই লংমার্চ কারো বিরুদ্ধে নয়, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতেই এই কর্মসূচি।’
অবিলম্বে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট পানি চুক্তিগুলো সম্পাদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারত সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন করে আমাদের অধিকার আদায় করুন।’
তিনি বলেন, ‘ভারত কেবল তিস্তায় পানি প্রবাহ নয়, দেশের ৫৪টি নদীর উজানে বাঁধ ও ব্যারেজ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করেছে। ফলে দেশের মানুষের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। আমাদের প্রকৃতি-পরিবেশ ও জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তিস্তার পানির অভাবে সাড়ে তিন কোটি মানুষের জীবন আজ বিপন্ন প্রায়।’
ভারতের প্রতি অনুরোধ রেখে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করব, ভারত আমাদের পানির ন্যায্য হিস্যার দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এর পরপরই লংমার্চের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
সকাল ৮টায় বিমানবন্দরের গোল চত্বর এলাকা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মদিবস হওয়ায় জমায়েত হওয়ার স্থান পরিবর্তন করা হয়।
এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
এদিকে উত্তরা মোড় থেকে শুরু হওয়া লংমার্চ কালিয়াকৈর পৌঁছালে সাড়ে ৯টায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। তবে লংমার্চ যাত্রা বিলম্বিত হওয়ায় পরবর্তী সমাবেশগুলোর সময়সূচিতেও স্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে।
রিজভীর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলে, সিরাজগঞ্জ সাড়ে ১২টায়, বগুড়ায় আড়াইটায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে তিনটায় ও পলাশবাড়িতে সাড়ে ৪টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরদিন বুধবার রংপুর থেকে লংমার্চের পথসভাটি হবে সকাল ৯টায়। এরপর সকাল ১১টায় তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে শেষ সমাবেশটি অনুষ্ঠিত হবে।