শাহজালাল থেকে ২০ কেজি স্বর্ণসহ আটক ৪
কাজী আমিনুল হাসান, ঢাকা : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে বিমানবন্দরে কাস্টমসের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এ বারগুলো উদ্ধার করেন। এসব সোনার বাজারমূল্য ১০ কোটি ৬০ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনজিলা হোসেন (২৬), শাহনাজ হোসেন (৪৪), আদা নাবিল ইবনে একরাম (২৮) ও মোবারক হোসেন মোল্লা (৩৫)। তাঁদের মধ্যে মোবারক সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষী।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের তল্লাশি করেন। পরে ওই চারজনের শরীরের ভেতর লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে এসকিউ ৪১৯ ফ্লাইটের একটি বিমানে করে সোনাগুলো আনা হয়।