লংমার্চ কারো বিরুদ্ধে নয় : মির্জা ফখরুল
মোরশেদ ইকবাল, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই লংমার্চের মাধ্যমে জনগণকে জানিয়ে দিতে চাই। এ পানির দাবি শুধু দাবি নয়, এটা আমাদের অধিকার। এ লংমার্চ কারো বিরুদ্ধে নয়, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতেই এ কর্মসূচি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর উত্তরা মোড়ে আমির কমপ্লেক্সের সামনে লংমার্চ শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, বিএনপি মনে করে এ লংমার্চের মাধ্যমে দেশি-বিদেশি সমর্থন পাবে।
তিনি বলেন, ভারত কেবল তিস্তায় পানি প্রবাহ নয়, দেশের ৫৪টি নদীর উজানে বাঁধ ও ব্যারেজ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করেছে। ফলে দেশের মানুষের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। আমাদের প্রকৃতি-পরিবেশ ও জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তিস্তার পানির অভাবে সাড়ে ৩ কোটি মানুষের জীবন আজ বিপন্ন প্রায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ লংমার্চের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, আন্তর্জাতিক নদীর পানির অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
বুধবার রংপুর থেকে লংমার্চের শুরুতে পথসভাটি হবে সকাল ৯টায়। এরপর বেলা ১১টায় তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে শেষ সমাবেশটি অনুষ্ঠিত হবে।