ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত ৩৩
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকজুড়ে সোমবার গাড়ি, রাস্তার পাশে পুঁতে রাখা, আত্মঘাতীসহ বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত ও ৮০ জনেরও বেশি আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী সরে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধপিড়িত দেশটি থেকে যখন অপেক্ষা করছে সংসদ নির্বাচনের জন্য ঠিক তখনই সাম্প্রতিক ইরাকে সহিংসতা বেড়ে গেছে। আর সোমবারের সিরিজ বোমা হামলা তারই একটি উদাহরণ।
জানা যায়, এদিন বাগদাদের সুয়েরাহ শহরে পুলিশের এক তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যও রয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরো ১৯ জন।
একই দিন রাতে বাগদাদের শহরতলির বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে মারা গেছে আরো ১৪ জন।
এছাড়া কাছের শহর মাদাইনে আরেকটি তল্লাশি চৌকিতে আত্মাঘাতী গাড়িবোমা হামলায় তিন সেনা সদস্যসহ ৫ জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হন।
একইরকম আরেকটি ঘটনায় উত্তরাঞ্চলীয় শহর মিসহাদা শহরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় প্রাণ গেছে এক ইরাকি সেনা সদস্যের। এছাড়া বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শহর লতিফিয়ায় বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত হয়।