বিরাট প্রসঙ্গে আনুশকার ‘না’
বিনোদন ডেস্ক : বলিউডে নতুন প্রেমিক জুটি মানেই প্রযোজক, পরিচালকদের তীক্ষ্ণ নজর৷ কীভাবে সেই প্রেম জুটিকে কাজে লাগিয়ে ব্যবসা করা যায় তারই ধান্দা ফিল্ম জগত টু বিজ্ঞাপন জগতে৷ আর এবার সেই ফন্দিতে বন্দি হতে গিয়েও নিজেকে সামলে নিলেন অভিনেত্রী আনুশকা শর্মা৷
এবারের গল্পটা হলো বলিউডের প্রেমের গুঞ্জনে হট ফেভারিট আনুশকা শর্মাকে নিয়ে৷ তার উপর যেদিন থেকে সবার সামনে এসেছে বিরাট-আনুশকার শ্রীলঙ্কার যাত্রা সেদিন থেকে গুঞ্জন বেড়েই চলছে অহরহ। এক শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে যে প্রেমের শুরু, সেই শ্যাম্পুকেই এবার না করলেন আনুশকা৷
জানা গিয়েছে, বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমকে সেলিব্রেট করতে নতুন করে আরেকবার বিজ্ঞাপন করতে চাইলে, শ্যাম্পু কোম্পানিকে মুখের উপর না করে দেন আনুশকা৷ কারণ জানতে চাইলে, আনুশকা নাকি জানিয়েছেন ‘বিরাটের সঙ্গে আপাতত কোনো কাজ নয়৷’
এমনকি স্পষ্ট আনুশকা জানিয়েছেন বিজ্ঞাপন করে বিরাটের সঙ্গে বন্ধুত্বে আরও নতুন গুজবের জন্ম দিতে চাই না। অন্যদিকে এই সব কাণ্ড নিয়ে কিছুই বলতে রাজি নন বিরাট। ওয়েবসাইট