বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বিরাট প্রসঙ্গে আনুশকার ‘না’

বিরাট প্রসঙ্গে আনুশকার ‘না’ 

virat and anuska

বিনোদন ডেস্ক : বলিউডে নতুন প্রেমিক জুটি মানেই প্রযোজক, পরিচালকদের তীক্ষ্ণ নজর৷ কীভাবে সেই প্রেম জুটিকে কাজে লাগিয়ে ব্যবসা করা যায় তারই ধান্দা ফিল্ম জগত টু বিজ্ঞাপন জগতে৷ আর এবার সেই ফন্দিতে বন্দি হতে গিয়েও নিজেকে সামলে নিলেন অভিনেত্রী আনুশকা শর্মা৷

এবারের গল্পটা হলো বলিউডের প্রেমের গুঞ্জনে হট ফেভারিট আনুশকা শর্মাকে নিয়ে৷ তার উপর যেদিন থেকে সবার সামনে এসেছে বিরাট-আনুশকার শ্রীলঙ্কার যাত্রা সেদিন থেকে গুঞ্জন বেড়েই চলছে অহরহ। এক শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে যে প্রেমের শুরু, সেই শ্যাম্পুকেই এবার না করলেন আনুশকা৷

জানা গিয়েছে, বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমকে সেলিব্রেট করতে নতুন করে আরেকবার বিজ্ঞাপন করতে চাইলে, শ্যাম্পু কোম্পানিকে মুখের উপর না করে দেন আনুশকা৷ কারণ জানতে চাইলে, আনুশকা নাকি জানিয়েছেন ‘বিরাটের সঙ্গে আপাতত কোনো কাজ নয়৷’

এমনকি স্পষ্ট আনুশকা জানিয়েছেন বিজ্ঞাপন করে বিরাটের সঙ্গে বন্ধুত্বে আরও নতুন গুজবের জন্ম দিতে চাই না। অন্যদিকে এই সব কাণ্ড নিয়ে কিছুই বলতে রাজি নন বিরাট। ওয়েবসাইট

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone