বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » লংমার্চের নামে গাড়ি মার্চ শুরু হয়েছে : ১৪ দল

লংমার্চের নামে গাড়ি মার্চ শুরু হয়েছে : ১৪ দল 

full_1906251537_1398160881

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপির নেতৃত্বে আজ লংমার্চের নামে গাড়ী মার্চ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপত্র মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বেলা ১২ টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি তার নেতা-কর্মীদের চাঙ্গা করতে নতুন চক্রান্ত শুরু করেছে। তারা আজ লংমার্চের নামে গাড়ী মার্চ শুরু হয়েছে। তাদের উদ্দেশ্য, হতাশ নেতা-কর্মীদের উজ্জীবিত করা। তিনি বলেন, পানি সবার প্রয়োজন। আমরা চাই এ বিষয়টির সমাধান হোক। এটা রাজনীতির বিষয় নয়।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শন্তিপূর্ণভাবে আসুন আমরা এর সমাধান করি। আমাদের সহযোগিতা করুন। লংমার্চের নামে কোনো নৈরাজ্য করতে চাইলে সরকারকে কঠোর হস্তে দমন করার পরামর্শ দেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকতে এ নিয়ে কোনো আলোচনা করেনি। আমরা ক্ষমতায় থাকতে গঙ্গার পানি সমস্যার সমাধান করেছি।
মন্ত্রী বলেন, ভারতের নির্বাচনের পর নতুন সরকার আসলে ১৪ দলীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিস্তার ন্যায্য হিস্যা পাবো। তিস্তার পানির উপর আমাদের অধিকার আছে । দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত। দু’দেশই এর সমাধান করবে বলেও আশা করি।

১৪ দলের মুখপাত্র জানান, বিএনপির নৈরাজ্য, যুদ্ধাপরাধীদের বিচার ও লংমার্চের নামে গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তিনিটি বিভাগীয় জেলায় তিনদিনে তিনটি টিমে সফর করবে তারা। আগামী ২৬ তারিখে খুলনা ১৪ দলের সমাবেশ। ২৭ তারিখে ঢাকার সাভারে। ২৮ তারিখে ময়মনসিংহ শহরে সমাবেশ করবে।

১৪ দলের এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল, আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone