আকস্মিকভাবে বাড়ছে তিস্তার পানি
নিজস্ব প্রতিবেদক : আকস্মিকভাবে বেড়ে চলেছে তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমাণ। মাত্র পাঁচ দিনেই এ নদীর পানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ কিউসেকে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীতে পানি বৃদ্ধির সঠিক কারণ জানাতে না পারলেও অভিজ্ঞজনেরা বলছেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র লংমার্চের কারণে এবং গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর পানির দাবিতে অব্যাহত লংমার্চ কর্মসূচিকে আইওয়াশ করতেই ভারত কিছুটা হলেও নদীর পানির প্রবাহের প্রতিবন্ধকতা সরিয়ে নিয়েছে। তিস্তা নদীতে প্রাণের সঞ্চার হচ্ছে দাবি করা হলেও এ পানির প্রবাহ কতদিন স্থায়ী হবে তা নিয়ে শঙ্কায় খোদ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
গত দুই মাস ধরেই তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমান ছিল ১০০ কিউসেক থেকে ১৫০ কিউসেক। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার (১৮ এপ্রিল) তিস্তা নদীতে পানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০০ কিউসেকে। এরপর গতকাল সোমবার (২১ এপ্রিল) পানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০০ কিউসেকে।
আর আজ মঙ্গলবার নদীর পানি এতটাই বেড়েছে যে, যা এখন তিস্তা নদীতে পানির পরিমান ৩০০০ কিউসেকে দাঁড়িয়েছে।
তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমাণ বাড়ার কথা স্বীকার করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান বলেন, দুপুর ১২টায় তিস্তা নদীতে পানির প্রবাহ ছিল ৩০০০ কিউসেক। পানি প্রবাহের পরিমাণ হঠাৎ করে কেন বাড়লো এর সঠিক কারণ জানাতে না পারলেও তিনি জানান, আগামীকাল বুধবার দুপুর ১২টায় পানির পরিমাণ মাপলেই বোঝা যাবে পানি প্রবাহের পরিমাণ কমেছে না বেড়েছে।