তিস্তা ব্যারেজে বিএনপির লংমার্চ
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজে পৌঁছেছে বিএনপির লংমার্চ বহর। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে রংপুর শহরের পাবলিক লাইব্রেরীর সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে তিস্তা অভিমুখে লংমার্চ যাত্রার দ্বিতীয় দিন শুরু করে বিএনপি।
রংপুর জেলা বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত এই পথসভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মঙ্গলবার সকালে রংপুরের তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরম্ন করে বিএনপি। মঙ্গলবার সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীরের নেতৃত্বে ঢাকার উত্তরা থেকে লংমার্চের যাত্রা শুরু করে একই দিন সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে, বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলে এবং দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করে দলটি। এরপর বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথসভা করে রাতে রংপুর শহরে অবস্থান নেয়।