পূর্ব ইউক্রেনে আবারো সামরিক অভিযান
ডেস্ক রিপোর্ট : পূর্ব ইউক্রেনে এক রাজনীতিবিদসহ ২ জন নিহতের ঘটনার জেরে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্চিনভ।
তিনি বলেছেন, পুরো ডোনেস্ক শহর রাশিয়ার সর্মথনে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন সফরে থাকার সময়ই পূর্ব ইউক্রেনে নতুন করে এ সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পদক্ষেপ নিলেন তুর্চিনভ।
তুর্চিনভ ঘোষণা করেন, যে ২ জনকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে একজন তার দলের রাজনীতিবিদ ছিলেন। অপরজনের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, স্লোভিয়ানস্ক শহরের কাছে মঙ্গলবার রাজনীতিবিদ ভ্লাদিমির রাইবাকের যে মরদেহ পাওয়া গেছে তিনি হরলিভকা শহরে ফাদারল্যান্ড পার্টির স্থানীয় কাউন্সিলর ছিলেন।
তুর্চিনভ এক বিবৃতিতে বলেন, ডোনেস্ক অঞ্চল পুরো দখলে নিয়ে জিম্মি করে রাখা সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেশি বেড়ে গেছে।
রাশিয়ার পুরো সমর্থন এবং সম্পৃক্ততার ভিত্তিতে এসব অপরাধ সংঘটিত হচ্ছে।
রাইবেক গত কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন এবং পুলিশ বলছে একটি নদীর ধারে তারা তার লাশ পেয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের এ ঘোষণার পর স্লোভিয়ানস্কের স্বঘোষিত মেয়র জানান যদি কোনো হামলা হয় তার জন্য তারা প্রস্তুত আছেন।
তিনি বলছিলেন, আমরা হামলা প্রতিরোধ করতে প্রস্তুতি নিচ্ছি।
কারণ আমরা যে খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে স্লোভিয়ানস্ক শহর তারা লণ্ডভণ্ড করবে। এমনকি সেটা আজ রাতেও হতে পারে।
ইস্টার সানডে উপলক্ষে পূর্ব ইউক্রেইনে সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছিল।
এখন আবার তা শুরুর সিদ্ধান্ত জানিয়ে তুর্চিনভ ওই বিবৃতিতে আরো বলেন, পূর্ব ইউক্রেনের নাগরিকদের সুরক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন সফরে থাকার সময়ই পূর্ব ইউক্রেনে নতুন করে এ সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পদক্ষেপ নিলেন ততুর্চিনভ।
কিয়েভে নেতাদের সঙ্গে বৈঠকের পর বাইডেন রাশিয়াকে কথা বলা বন্ধ করে ইউক্রেন সংকট সমাধানে কাজ করারও আহ্বান জানান।
এদিকে রাশিয়া পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোপনে সামরিক সহায়তা দিচ্ছে বলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে।
জো বাইডেনের সঙ্গে যে দলটি রয়েছে তার এক সদস্য ইলিয়ট অ্যাঙ্গেল বলেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী থাকবে যেটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এক সঙ্গে একটা ভবিষ্যৎ রয়েছে।