দর্শকদের উত্তেজনা ভাবিয়ে তুলেছে ক্যাটরিনাকে!
বিনোদন ডেস্ক : বলাই বাহুল্য, বলিউডে এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। এবং সেই জনপ্রিয়তার স্বাদ নিচ্ছেন প্রাণ ভরে। তবে বেশ কিছুদিন ধরে বদল ঘটেছে ক্যাটরিনার চিন্তাভাবনার। কিন্তু কেন?
তাকে নিয়ে দর্শকদের উত্তেজনা রীতিমতো ভাবিয়ে তুলেছে এই নায়িকাকে। আর তাই‘ব্যাং ব্যাং’ শ্যুটিংয়ের শিমলা যাওয়ার প্ল্যান করলে পরিচালক সিদ্বার্থ আনন্দের কাছে ক্যাটরিনা আবদার করলেন, শিমলা নয়, মুম্বাইয়ের ফিল্ম সিটিতেই যেন ‘ব্যাং ব্যাং’এর গান ও অ্যাকশনের শুটিং করা হয়। ক্যাটরিনার সেই আবদার কিছুতেই ফেলতে পারেননি সিদ্বার্থ।
যেমন কথা তেমনি কাজ, ক্যাটরিনা ও ঋত্বিক নিরাপত্তার কথা ভেবে মুম্বাইয়েই তৈরি করতে চলেছেন গোটা শিমলা। আর সেখানেই শুটিং করা হবে ‘ব্যাং ব্যাং’ সিনেমারর গান ও অ্যাকশন দৃশ্য।
আর এই শুটিংয়ের পরেই পরিচালক সিদ্ধার্থ গোটা টিম নিয়ে উড়ে যাবেন দুবাইয়ে। সেখানেই ক্ল্যাইমেক্সের দৃশ্যের শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক সিদ্বার্থ।