গয়েশ্বর আমানের জামিন আবেদন, আদেশ বিকেলে
এইদেশ এইসময়, ঢাকা : কারান্তরীণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের পক্ষে জামিন আবেদন করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে আবেদনের ওপর শুনানি হয়। আদালত বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এডভোকেট সানাউল্যা মিয়া।
উল্লেখ্য, রামপুরা থানার একটি নাশকতা মামলায় গত ২০ এপ্রিল জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ। তবে একই মামলায় দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হবার ঘটনায় এ মামলা দায়ের হয়। আসামিরা গত ৯ মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ২০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।