চেলসি-অ্যাটলেটিকোর ম্যাচ নিরুত্তাপ ড্র
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যে উত্তাপ থাকার কথা ঠিক তেমনিট খুঁজে পাওয়া যায়নি চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে। ফলে সেমিফাইনাল প্রথম লেগে কোনো ফলও আসেনি। গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয়েছে দুই দলের প্রথম লেগের লড়াই।
অবশ্য এই ড্রয়ের ফলে চেলসিই বেশি লাভবান হয়েছে। কারণ ঘরের মাঠে এগিয়ে থাকার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দিয়েগো সিমিওনির শিষ্যরা। ফিরতি লেগে চেলসির ঘরের মাঠে এসে জয় তুলে নিয়ে যাওয়াটা কিছুটা হলেও কঠিন হবে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য।
এই ম্যাচে চেলসির দুই-দুইজন ইনজুরিতে পড়েছেন। গোলরক্ষক পিওতর চেক ও অভিজ্ঞ খেলোয়াড় জন টেরি ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরির কারণে চলতি মৌসুমে আর কোনো ম্যাচ খেলতে পারছেন না তারা।
ম্যাচে কোনো ফল না আসলেও হোসে মরিনহো একটি নতুন রেকর্ড গড়েছেন। স্যার অ্যালেক্স ফার্গুসনকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সর্বোচ্চ ৮বার ডাগ আউটে দাড়ানোর সুযোগ পেয়েছেন।