ফিমেইল ইনসেক্টস কেইভের ৭০ ঘন্টা পর্যন্ত সেক্স করার নয়া গবেষণা প্রকাশ
প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানীরা তাদের এক গবেষণায় দেখেছেন গুহার মধ্যকার প্রাণীদের মধ্যে একধরনের ইনসেক্টস ফিমেইল কেভ রয়েছে, যারা একই সময়ে, একাধারে ৭০ ঘন্টা সেক্স করার সামর্থ রয়েছে।
ফিমেইল এই নিউট্রোগলা স্পেসিস নামের এই ইনসেক্টস পুরুষ ইনসেক্টসের পেনিসের মধ্যে ঢুকিয়ে থাকে, পেনিস সদৃশ মেইল ভ্যাজিনা, যাতে সেক্স ৭০ ঘন্টা করে থাকে।
ব্রাজিলের দক্ষিনাঞ্চলের পর্বতের গুহায় এই ইনসেক্টস আবিস্কার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটাই প্রথম আবিস্কৃত প্রানীজগতের এই দীর্ঘ সময় নিয়ে সেক্স করার রেকর্ড গড়লো- বিজ্ঞানীদের মতে।
জাপানের হোকাইডো ইউনিভার্সিটি এবং কিও ইউনিভার্সিটি জাপান ফাউন্ডেশন যৌথভাবে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে প্রাথমিকভাবে ৪০ থেকে ৭০ ঘন্টা এই ইনসেক্টসের সেক্স করার রেকর্ড পেয়েছেন।
রিসার্চার কাজুনোরি ইয়াশিজাওয়া বলেন, যদিও বিভিন্ন প্রানীজের মধ্যে এর আগে সেক্সের কার্যক্রম আবিস্কৃত হয়েছে, তথাপি নিউট্রোগলাই একমাত্র ইনসেক্টস যাদের অর্গাজম সবচাইতে বেশী পরিমানের আবিস্কৃত তথ্য উপাত্তে পরিলক্ষিত হয়েছে।
ইয়াশিজাওয়া আরো জানালেন, নিউট্রোলাগার আরেকটি ব্যাতিক্রম হলো, এতে ফিমেইল ইনসেক্টসের মধ্যে পেনিস রয়েছে, মেইলের মধ্যে ভ্যাজিনা- যা টোটাল আবিস্কারের মধ্যে অসাধারণ এক ব্যতিক্রমধর্মী ফাইন্ডিংস।
তাদের এই স্টাডির ফিমেইল পেনিস, মেইল ভ্যাজিনা ও এ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত রেজাল্ট রিপোর্ট প্রকাশিত হয়েছে বর্তমান সংখ্যা- কারেন্ট বায়োলজি`তে, যা অনলাইনে প্রাপ্য।