রানা প্লাজায় নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ
এইদেশ এইসময়, ঢাকা : রানা প্লাজা ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে স্বজনরা বিক্ষোভ করেছেন। ক্ষতিপূরণ দাবিতে এ সময় রানা প্লাজার সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এদিকে শোকের সেই দিনটিকে স্মরণ করতে ঢাকা-আরিচা মহাসড়কের সেই ধ্বংসস্তুপের কাছে মিলিত হয়েছেন কয়েক হাজার মানুষ।
তারা বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নিহতদের প্রতি। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত শ্রমিকদের স্বজনরা।
সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন হাজারো স্বজনহারা, উদ্ধারকর্মী ও হতাহতদের সহকর্মী।
এতে ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।