কানাডার ভানুভার দ্বীপে শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কানাডার ভানকুভার দ্বীপে বুধবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭।
আল আসকার পালমারে অবস্থিত মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গ্রিনিচ মান সময় ০৩১০টায় আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কানাডার পোর্ট হার্ডির ৯৪ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Posted in: আর্ন্তজাতিক