দেশে ফিরছেন না মোনালিসা
বিনোদন ডেস্ক : গত ১২.১২.১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবীরকে বিয়ে করেন মোনালিসা। এরপর সুদূর আমেরিকায় যাওয়ার পর প্রায়ই বলতেন, ‘দর্শকের ভালোবাসা নিয়ে আমি আবারও নিয়মিত মডেলিং এবং অভিনয় করতে চাই। অভিনেত্রী মোনালিসা বিয়ের পর অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন।বিয়ের এক বছর না পেরোতেই মোনালিসার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। ডিভোর্স সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করতেই আমেরিকায় চলে যান মোনালিসা।
কথা ছিল খুব শীঘ্রই তিনি দেশে ফিরে নিয়মিত অভিনয়ে ব্যস্ত হবেন। দেশের বাইরে থেকেও প্রযোজক, পরিচালকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিলেন মোনালিসা। কিন্তু তিনি মুখে দেশে ফেরার কথা বললেও বাস্তবে তার চিত্রটা একেবারেই উল্টো।
জানা গেছে সম্প্রতি তিনি নিউইয়র্কের একটি বাংলা টেলিভিশন চ্যানেল ‘টাইম টিভি’ তে চাকরি নিয়েছেন। মোনালিসার ঘনিষ্ঠসূত্রে জানা গেছে মূলত আমেরিকায় স্থায়ী হওয়ার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মোনালিসার এমন সিদ্ধান্ত এ দেশের অনেক নাট্য নির্মাতারা হতাশা ব্যক্ত করেছেন। তারা বলেছেন এটি তার মত একজন জনপ্রিয় শিল্পীর জন্য বড় ভুল সিদ্ধান্ত।