চাঁনখারপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১১
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর চাঁনখারপুলের ৮৩/২ নং কাজী গ্যাস কোং নামক দোকানের সামনে রাখা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পথচারীসহ ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আহতরা হলেন- সফুরা বেগম (৪৫), শ্যামল কুমার মণ্ডল (৪২), খোকন (৫২), পারুল (৩৮), রিপন (৩০), সাঈদুল (৪০), জহির (৩৮), শাহেদ (২০), সাব্বির (৪৭), শহিদুল হক (৪৫) ও আজিজ (৩০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, আনুমানিক ১২টার দিকে ওই দোকানের সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) দেরিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ইকবাল আহম্মেদ জানান, মোট ১১ জন রোগী পেয়েছি। এর মধ্যে ৬ জনের শ্বাসনালীতে বার্ন আছে, তারা আশঙ্কামুক্ত নন।