আজ ব্যাঙ্গালুরুর মুখোমুখি কোলকাতা
স্পোর্টস ডেস্ক : কঠিন চ্যালেঞ্জের মুখে বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লীর কাছে হেরে বসে তারকারচিত দলটি। আসরের তৃতীয় ম্যাচে আজ গৌতম গম্ভীরদের প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যাঁরা ইতোমেধ্যে টানা দুই জয়ে টগবগ করে ফুটছে।
সুতরাং রথে ফিরতে চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে গম্ভীর-সাকিব আল হাসানদের। মরুর দেশ আরব আমিরাতের শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ধুন্ধুমার লাড়াইটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
কেবল প্রতিপক্ষ নয়, নিজেদের তিন তিনটি বড় দুর্বলতাও অতিক্রম করতে হবে নাইট রাইডার্সকে। এক. অধিনায়ক গৌতম গম্ভীরের ফর্মহীনতা, ডেথ ওভারের বোলিং সমস্যা এবং দুর্বল ফিল্ডিং। ১৬৬ রানের পুঁজি নিয়েও দিল্লীর কাছে ৪ উইকেটের হারের পর বিষয়গুলো সামনে উঠে আসছে।
সমস্যা কাটিয়ে উঠতে গত দুই দিন পুরোদমে প্র্যাকটিস করেছে কলকাতা। মেজাজে চাঙ্গাভাব আনতে দল বেঁধে ঘুরতেও বেড়িয়েছেন গম্ভীররা। হালকা মেজাজে থাকার চেষ্টা করলেও নাইটদের মাথায় যে দুশ্চিন্তার বোঝা, তা প্র্যাকটিসে ফুটে উঠেছে। নেটে বোলারদের বিশেষ ক্লাস নিয়েছেন বোলিং পরামর্শক ও উপদেষ্টা গ্রেট ওয়াসিম আকরাম। একই সঙ্গে ছিল ঘাম ঝরানো ফিল্ডিং অনুশীলন।