বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » লংমার্চ বিএনপির নতুন কৌশল : আমু

লংমার্চ বিএনপির নতুন কৌশল : আমু 

Amu_24.4.14

এইদেশ এইসময়, ঢাকা : তিস্তার অভিমুখে বিএনপির লংমার্চ রাজনীতির নতুন কৌশল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোমেন আমু।

বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলেচনা সভায় আমু এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি ইতিহাস বিকৃতির রাজনীতিতে সফল হতে পারেনি। এখন তিস্তা অভিমুখে লংমার্চের নতুন কৌশল নিয়েছে। অথচ ক্ষমতায় থাকতে এটা নিয়ে তারা কিছুই করেনি।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সব অর্জন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। অন্য সরকারের আমলে কোনো উন্নয়নই হয়নি। গঙ্গা পানি চুক্তি হয়েছে, সমুদ্রসীমার নিষ্পত্তি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদশের জন্মলগ্ন থেকেই যারা এ দেশকে বিশ্বাস করেনি, তাদের সমালোচনা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এখন কেউ কিছু বললেই বাংলার মানুষ লাফ দিয়ে সেটা এখন আর খায় না।
মুজিবনগর দিবস উদযাপনের আহ্বায়ক কনক বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone