গুগলপ্লাস প্রধানের পদত্যাগ
প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের ভারতীয় শীর্ষ নির্বাহী ও গুগল প্লাসের প্রধান ভিক গুনদোত্রা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।
গুগল প্লাসে নিজের পেইজে গুনদোত্রা লিখেছেন, ‘দীর্ঘ আট বছর পর আজ আমি গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এর পর কী হবে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। তবে এসব ব্যাপার নিয়ে আজ কথা বলার কিছু নেই।’
গুনদোত্রা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একজন অ্যালামনাই। শুরুতে তিনি মাইক্রোসফটে কাজ করেছেন। ২০০৭ সালে তিনি অ্যান্ড্রয়েড ও ক্রোম বিভাগের প্রধান সুন্দর পিছাইয়ের সঙ্গে গুগলে যোগ দেন। পরে তিনি গুগল প্লাসের টিম লিডার হয়ে কাজ করেন।
এ ব্যাপারে গুগলের প্রধান নির্বাহী (সিইও) ল্যারি পেজ এক বিবৃতিতে বলেন, ‘গুনদোত্রার কঠোর পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসার কারণে আমি কৃতজ্ঞ। তাঁর নতুন কাজের জন্য আমরা শুভকামনা জানাই।’