মিরপুরে পুলিশের সাথে বস্তিবাসির সংঘর্ষ
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর মিরপুরে বস্তিবাসির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
রুপনগর থানার ডিউটি অফিসার আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রুপনগর বস্তি এলাকায় ডেসকো অফিসের লোকজন বিদ্যুতের তার কাটতে গেলে তারা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় তারা পুলিশের সাথেও সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
Posted in: জাতীয়