রানী-আদিত্যর এমন চুপিসারে বিয়েতে কষ্ট পেয়েছেন দেবশ্রী
বিনোদন ডেস্ক : প্রেমের প্রতিকূল অবস্থাতেও রানী-আদিত্যকে নানাভাবে সমর্থন জুগিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী।বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী রানী মুখার্জি চুপিসারে বিয়ে করায় তার খালা দেবশ্রী রায় ভীষণ কষ্ট পেয়েছেন। এমনকি রানীর অনুরোধে তাদের প্রেমের বিষয়টি মিডিয়ার কাছে অস্বীকারও করেছেন। কিন্তু বিয়ের সময় রানীর এমন অনাত্মীয় আচরণ তাকে খুবই মর্মাহত করেছে।
জানা গেছে, রানীর সঙ্গে দেবশ্রীর সম্পর্ক খুবই গভীর। তারা সবকিছুই পরস্পরের সঙ্গে শেয়ার করতেন। কিন্তু রানী বিয়ের বিষয়টি তার কাছে গোপন রাখায় খুবই ব্যথিত হয়েছেন তিনি। রানীর পরিবারের পক্ষ থেকেও আগেভাগে তাকে কিছুই জানানো হয়নি। দেবশ্রী পত্রিকা পড়ে বিয়ের খবরটি জানতে পারেন।
এ প্রসঙ্গে ৪৯ বছর বয়সী দেবশ্রী বলেন, “রানী-আদির (আদিত্য চোপড়া) প্রেমের শুরু থেকেই আমি সব জানতাম। গত পুজোয় ওদের বাড়ি গিয়েছিলাম। তখন আদিও সেখানে ছিল। আমরা চুটিয়ে আড্ডা দিয়েছি। তাদের বিয়েতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। এরপরও ওরা আমাকে না জানিয়ে কীভাবে বিয়ে করতে পারে, তা আমার বোধগম্য নয়।”
দেবশ্রী ক্ষোভের সঙ্গে আরো বলেন, “রানীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করব না।”
উল্লেখ্য, ২১ এপ্রিল ইতালিতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে রানী-আদিত্য বিয়েবন্ধনে আবদ্ধ হন।