বিএনপির বিক্ষোভ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা
কাজী আমিনুল হাসান, ঢাকা : আগামী ২৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ ও ৪মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, খুন ও গুমের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
Posted in: জাতীয়