ঋত্বিকের সাথে প্রেম করছেন সুস্মিতা
বিনোদন ডেস্ক : ১৯৮৬ সালে বিশ্ব সুন্দরীর খেতাব প্রাপ্ত তিনি। তার অপরুপ হাসি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব কেড়ে নিয়াছে হাজার পুরুসের হৃদয়। শুধু ভক্তদেরই না বলিউডের সব হার্টথ্রবের মনের রানী তিনি। সুস্মিতা সেন। চলচ্চিত্র জগতে এক নম্বর নায়িকার আসনটি হস্তগত করতে না পারলেও বহু হৃদয় আনতে পেরেছিলেন হাতের মুঠোয়। আর তাই এই তারকার প্রেমের গুঞ্জনেরও শেষ নেই।
রণদীপ হুদা আর ক্রিকেটার ওয়াসিম আকরামও এখন সুস্মিতার জীবনে অতীত। তবু বোধহয় ফিরে ফিরে আসে প্রেম। তবে এবার সুস্মিতার হ্রিদয়ে জায়গা করে নিয়েছেন ঋত্বিক! এই ঋত্বিকের পরে রোশন নয় রয়েছে ভাশান। তিনি একজন বলিউড নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি নাইটক্লাবের মালিক।
জানা গেছে, অনেক দিন ধরে চলছে তাদের প্রেম। মুম্বাইয়ের বিভিন্ন রেঁস্তোরায় দুজনকে সময় কাটাতে দেখা গেছে। এমনকি সুস্মিতা’র মেয়েদের সাথেও নাকি দেখা গেছে ঋত্বিককে। ব্যক্তিজীবনে এখনো সংসারী হতে পারেননি সুস্মিতা সেন। দুই দত্তক মেয়ে নিয়ে দিন পার করছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।