শাহ্জালাল থেকে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার
এইদেশ এইসময়, ঢাকা : শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বাথরুম থেকে প্রায় ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সাথে জড়িত বিমানের সিভিল এভিয়েশনের কর্মকর্তা মো. আনিসকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর সোয়া ২টায় দিকে বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহা পরিচালক মঈনুল খান জানান, আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যরা সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সংকেত না পেয়ে দুবাই থেকে আসা বিমানের বাথরুমে এ স্বর্ণগুলো ফেলে রাখে। দুপুরে বিমানের সিভিল এভিয়েশনের কর্মকর্তা আনিসকে মাসুদ নামে এক ব্যক্তি মোবাইলে একটি এসএমএস পাঠায়। সেই এসএমএস এর জের ধরে বিমানের টয়লেট থেকে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা চোরাকারবারীদের ধরার জন্য বিমান বন্দরে ওঁৎ পেতে ছিলেন বলেও জানান তিনি।