ইউক্রেনে ১৩ আন্তর্জাতিক পর্যবেক্ষক আটক
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর স্লোভিয়ানস্কে ১৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে বহন করা একটি বাস আটক করেছে রুশপন্থী জঙ্গিরা।
কিয়েভে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রুশপন্থী জঙ্গিরা বাসটি আটক করে পর্যবেক্ষকদের সেখানকার নিরাপত্তা কার্যালয়ে রেখেছে।
এদিকে ইউক্রেনকে ঘিরে কূটনৈতিক বাকযুদ্ধ যখন চরমে, এমন সময় পেন্টাগন বলছে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার এয়ারক্র্যাফট বেশ কয়েকবার ইউক্রেনের আকাশ সীমায় প্রবেশ করেছে বলে তারা শনাক্ত করেছে।
পর্যবেক্ষকরা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ডি কো-অপারেশন ইন ইউরোপের সঙ্গে জড়িত এবং জার্মানির নেতৃত্বে দলটি পরিচালিত।
পর্যবেক্ষকদের দলটিতে ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিকের প্রতিনিধি ছিলেন।
সেখানকার এক রাশিয়াপন্থী নেতা বলেছেন, দলটিতে ইউক্রেন সরকারের একজন গুপ্তচর থাকায় তাদের আটক করা হয়েছে।
ওদিকে জার্মানি বলেছে, দলের প্রতিনিধিদের মুক্ত করতে সব ধরনের কূটনৈতিক চ্যানেল তারা ব্যবহার করবে।
এর আগে প্রেসিডেন্ট ওবামাসহ ইউরোপের নেতারা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
তারা বলছে, রাশিয়া ইউক্রেনের সংকট সমাধানে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
ধারণা করা হচ্ছে, রাশিয়া যদি পূর্ব ইউক্রেনে উত্তেজনা না কমায় তাহলে সোমবারই এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হবে এবং এতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে।
পশ্চিমা নেতারা গতকাল নিজেদের মধ্যে একাধিকবার কনফারেন্স কল বা টেলিফোনে আলাপ করেছেন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল একাধিক টেলিফোন আলাপ শেষে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তী পদক্ষেপ নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাগলামি শুরু হয়েছে তার যবনিকা টানতে খুব বেশি সময় হাতে নেই।
এদিকে মস্কোর পক্ষ থেকেও ইউক্রেনকে আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা যেন পূর্বাঞ্চলে অভিযান বন্ধ করে।