গিয়ারকে ভিক্ষুক ভেবে পিৎজা খেতে দিলেন পর্যটক
বিনোদন ডেস্ক : বিখ্যাত হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ারকে ভিক্ষুক ভেবে পিৎজা খেতে দিলেন এক ফ্রেঞ্চ পর্যটক! ‘প্রিটি উইমেন’ খ্যাত এই নায়ককে নিউ ইয়র্কের রাস্তায় ভিক্ষুকের মত ডাস্টবিন ঘাঁটতে দেখে তাঁকে পিৎজা খেতে দেন ৪২ বছরের ওই মহিলা। কিন্তু কেন ডাস্টবিন ঘাঁটছিলেন রিচার্ড?
আসলে একটি সিনেমার শুটিংয়ের জন্য ভিক্ষুকের ভূমিকায় অভিনয় করছিলেন ষাটোর্ধ রিচার্ড গিয়ার। ক্যারাইন ভালনাস গমব্যু রিচার্ডকে দেখতে পান ম্যানহাটানের রাস্তায় আস্তাকুঁড় থেকে খাবার খুঁজে বার করতে। তাঁর মনে দয়া হয়। ভাবেন, ভিক্ষুকটি হয়তো কিছু খাবার খুঁজছে। যেই না ভাবা, অমনি নিজের ব্যাগ থেকে পিৎজা বার করে রিচার্ডকে দেন ক্যারাইন। ভাঙা ভাঙা ফ্রেঞ্চে বোঝাতে চেষ্টা করেন, ‘পিৎজাগুলি ঠাণ্ডা হয়ে গেলেও রিচার্ড চাইলে খেতে পারে।’
রিচার্ডও জবাব দেন, ‘ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। গমব্যু দম্পতি ঘুণাক্ষরেও টের পাননি কাকে তাঁরা বাসি-ঠাণ্ডা পিৎজা খেতে দিলেন।’
গোটা ঘটনাটি জনসমক্ষে আসে যখন একটি মার্কিন দৈনিক শুটিংয়ের ছবি-সহ খবরটি ছাপে। খবর পড়ে বেজায় লজ্জিত ক্যারাইন বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সবকিছু ম্যাজিকের মত মনে হচ্ছে। এরপরেই লজ্জায় লাল হয়ে ক্যারাইন স্বীকার করে নেন, রিচার্ডকে দেখে কিন্তু মনেই হয় না ওঁর অত বয়স।’
চরিত্রের প্রয়োজনে বাস্তব জীবনেই ভিক্ষুক সাজেন তাঁরা। এই না হলে অভিনেতা!