বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » চুপসে গেছে বিএনপি জোট : হাছান মাহমুদ

চুপসে গেছে বিএনপি জোট : হাছান মাহমুদ 

hasan ai

 রোকন উদ্দিন, ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি জোটের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। ফলে তারা চুপসে গেছে। তিনি বলেন, সরকারের ১০০ দিন শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের মুখে তাই হতাশার সুর। ফখরুল সাহেবরা মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২০১৩ সালে বিএনপি দেশব্যাপী নৈরাজ্য চালিয়ে অনেক নিরীহ মানুষ হত্যা করেছে, পেট্রোল বোমা হামলার সংস্কৃতি চালু করেছে। এর ফলেই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভবিষ্যতে ধানের শীষ মার্কার বিএনপিকে ধান ক্ষেতেও খুঁজে পাওয়া যাবে না বলে বিদ্রুপ করেন তিনি।

বিএনপি’র সমালোচনা করে তিনি আরো বলেন, যে দলের নেতারা বোরখা পড়ে হাইকোর্টে হাজিরা দেয় তারাই যখন আন্দোলনের কথা বলেন সেটা খুবই হাস্যকর দেখায়। তাদের কথা বাংলাদেশের কোনো পাগলেও বিশ্বাস করে না বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।

বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক গোলাম সারোয়ার কবীর প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone