বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইউক্রেনে আটক এক পর্যবেক্ষক মুক্ত

ইউক্রেনে আটক এক পর্যবেক্ষক মুক্ত 

full_2056307661_1398659477

পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্কে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা আটককৃত ৮ ইউরোপীয় সামরিক পর্যবক্ষেকদের একজনকে মুক্তি দিয়েছে। আটক অন্য পর্যবেক্ষকদের মুক্তি দেয়ার ব্যাপারে আলোচনা চলছে।
ইন্টারন্যাশনাল ডেস্ক : আলোচনার জন্য রাশিয়া ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা (ওএসসিই) সংস্থার একটি বড় দলকে ইউক্রেনে পাঠাতে সম্মত হয়েছে।
এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ডোনেটস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে।
মুক্তিপ্রাপ্ত সুইডেনের নাগরিক ডায়াবেটিস রোগী হওয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।
রোববার স্কোভিয়ানস্কে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয় জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিকের আটককৃত সামরিক পর্যবেক্ষকদের।
আটক পর্যবেক্ষকদের কোনো ক্ষতি করা হয়নি বলে দাবি করে বিচ্ছিন্নতাবাদীরা।
ডোনেটস্কের স্বঘোষিত মেয়র ভাইস্লাভ পোনোমারেভ বলেছেন, পর্যবেক্ষকরা কেবল ভুল বোঝাবুঝির শিকার হয়ে এখানে এসেছেন। আর সে কারণে তাদের কোনো ক্ষতি করা হয়নি।
তবে শুক্রবারে ইউরোপীয় পর্যবেক্ষকদের সঙ্গে আটক অপর ৫ ইউক্রেনের পর্যবেক্ষকের মুক্তির ব্যাপারে কিছু জানা যায়নি।
ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) শান্তিচুক্তি বাস্তবায়নের চেষ্টায় ওই সামরিক পর্যবেক্ষকরা ইউক্রেন সরকারের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন।
শুক্রবার মুখোশ পরা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ৮ ইউরোপীয় পর্যবেক্ষককে জিম্মি করে দখলকৃত ভবনগুলোতে আটকে রাখে।
রোববার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ডোনেটস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে।
আটক সামরিক পর্যবেক্ষকদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সেই সঙ্গে দেশটি অভিযোগ করছে, ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া গত সপ্তাহে জেনেভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই বাস্তবায়ন করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone