শিল্পা-বিপাশার মারপিট!
বক্স অফিসে মুক্তি পেয়েছে শিল্পা শেঠি প্রযোজিত প্রথম হিন্দি ছবি ‘ঢিঁশক্যাও’। ছবি নিয়ে আশায় বুক বেঁধেছেন শিল্পা ও স্বামী রাজ কুন্দ্রাও। তবে শিল্পা ‘ঢিঁশক্যাও’তে বিনোদন ডেস্ক : আটকে না থেকে এখনোই প্ল্যান করে ফেলেছেন নতুন ছবির। শিল্পার ভাষায়, ‘বহুদিন ধরেই প্ল্যান ছিল একটা অ্যাকশন ছবি তৈরি করার। সেই মতো চিত্রনাট্যও ছিল আমার কাছে। কিন্তু সুযোগ খুঁজছিলাম। আর ঢিঁশক্যাও আমাকে সাহস দিয়েছে। এবার প্ল্যান মতো অ্যাকশন ছবিটি তৈরি করব।৷’
অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’ এবং অনিল শর্মার ‘আপনে’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল শিল্পাকে। তারপর অবশ্য কিছু ছবিতে ক্যামিও চরিত্রে। ‘ঢিঁশক্যাও’ ছবিতে প্রযোজক হওয়ার পাশাপাশি আইটেম নাম্বারেও নিজের কেরামতি দেখিয়েছেন শিল্পা। তবে শিল্পা নাকি ঠিক করেছেন মগজে ছকে রাখা অ্যাকশন ছবি থেকেই সিনেমায় ফিরবেন তিনি। তবে শিল্পা একা নয়, বিপাশা বসুকে নিয়েই সিনেপর্দায় মারপিট করতে চান তিনি।
শিল্পা জানিয়েছেন, ‘প্রায় চার বছর আগের কথা৷ বিপাশাকে এই অ্যাকশন ছবির চিত্রনাট্য শুনিয়ে ছিলাম। বিপাশা পছন্দও করেছিল। তবে সেই সময় নারীকেন্দ্রিক ছবির অতটা চল ছিল না বলিউডে। এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আমার মনে হয় এখনই উপযুক্ত সময় বিপাশাকে সঙ্গে নিয়ে ছবিটি বানানোর।’
জানা গিয়েছে শিল্পার এই ছবিটি পরিচালনা করার দায়িত্বও নিতে পারেন শিল্পা নিজেই। এমনকি সঠিক ভাবে মারপিট করার জন্য বিশেষ ট্রেনিংও নেবেন শিল্পা ও বিপাশা। চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে শিল্পার এই নতুন ছবির শ্যুটিং। তবে পুরোটাই নাকি নির্ভর করছে বিপাশা ও হারমানের বিয়ের উপর! শিল্পা মনে করছেন হরমান ও বিপাশার এই বছরে বিয়ে হলে পিছতে পারে ছবির শ্যুটিং।