প্রাকৃতিকভাবেই হোন স্নিগ্ধ ত্বকের অধিকারী
ডেস্ক রিপোর্ট : অনেকেরই শরীরের ত্বক দেখে মনে হয় যেন জ্যোস্না খেলে যাচ্ছে। তখন নিজের ত্বক নিয়ে হতাশা বাড়ে। বিশেষ করে মেয়েরা অন্যের সুন্দর ত্বক দেখে সবসময়ই আফসোস করে।
সুন্দর উজ্জ্বল ত্বক আসলে দুইভাবে পাওয়া যায়, একটা জন্মগত অন্যটা শ্রমসাধ্য।
স্বাভাবিকভাবে যাদের ত্বক উজ্জ্বল নয়, তারা একটু পুরনো দিনের একটি চর্চায় মন দিলে ভালো ফল পাওয়া যাবে। আর তা হলো তেল-হলুদের চর্চা।
তবে ভেষজ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের বক্তব্য অনুযায়ী, তেল-হলুদ মেখে গোসল করলে শরীরের উজ্জ্বলতা বাড়ে। দীর্ঘদিন এর চর্চা করলে ত্বক দেখে মনে হবে যেন জ্যোৎস্না খেলে যাচ্ছে।
তো আজই শুরু করুন তেল-হলুদ চর্চা। আপনার ত্বক অবশ্যই সুন্দর আর উজ্জ্বল হবে।