পদত্যাগ করলেন জাতীয় ক্রিকেট দলের কোচ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন।
শ্রীলঙ্কার কাছে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে হার। এশিয়া কাপে আফগানিস্তানসহ সব দলের কাছে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে হংকংয়ের কাছে পরাজয় এবং মূলপর্বে সবগুলো ম্যাচে ধরাশায়ী হয় বাংলাদেশ। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে বিদায় নেয় বিশ্বকাপ থেকে।
কিন্তু বাংলাদেশ দলের কাছে ষোলোকোটি মানুষের প্রত্যাশা ছিল পর্বত প্রমাণ। কিন্তু সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি টাইগাররা।
তাই বিশ্বকাপ শেষে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ম্যানেজমেন্ট কমিটি ও বাংলাদেশ দলের প্রধান কোচকে বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পারফরম্যান্সের কারণ জানতে চেয়ে নোটিশ জারি করে। সে বিষয়ে আজ বৈঠক চলছে। সেই বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন জার্গেনশেন।
মূলত ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ একজন অভিজ্ঞ কোচ চাচ্ছে। আর সে কারণেই নিজ থেকেই পদত্যাগ করেন ৩৮ বছর বয়সী জার্গেন