পাঞ্জাবের শিকার ব্যাঙ্গালোরু
![full_532395873_1398715736](http://www.aideshaisomoy.com/wp-content/uploads/full_532395873_1398715736.jpg)
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাব যেন অপরাজেয় হয়ে উঠেছে। সোমবার দুবাইয়ে সন্দ্বীপ শর্মা ও রিশি ধাওয়ানের চমৎকার বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুকে ৫ উইকেটে হারিয়ে চলতি আসরের পাঁচ ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড বজায় রাখল তারা।
ব্যাঙ্গালোরুর দেওয়া ১২৫ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম ৩ ম্যাচের তারকা গ্লেন ম্যাক্সওয়েল এ ম্যাচেও স্বমূর্তি ধারণ করতে পারেননি। তিনি মাত্র ৬ রান করেন। তবে বিরেন্দর শেবাগ ২৬ বলে ৪ চারে ৩২ রান করেন। ডেভিড মিলার ২০ বলে ৪ চারে ২৬ রান করেন। রিষি ধাওয়ান ২২ বলে ৩ চারে ২৩ এবং অধিনায়ক জর্জ বেইলি ১৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোরু যুবরাজ সিং ও ক্রিস গেইলের ছোট দুটি ঝড়ের পরও নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ১২৪ রান তুলতে সক্ষম হয়।
সন্দ্বীপ শর্মা অসাধারণ বোলিং করে ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৫ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়া রিষি ধাওয়ান এবং মিচেল জনসন দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু ২০ ওভার ১২৪/৮ (যুবরাজ ৩৫, গেইল ২০, ডিভিলিয়ার্স ১৭, অ্যালবি মরকেল ১৫, সন্দ্বীপ ৩/১৫, ধাওয়ান ২/১৪, জনসন ২/১৯)
কিংস ইলেভেন পাঞ্জাব ১৮.৫ ওভার ১২৭/৫ (শেবাগ ৩২, মিলার ২৬, ধাওয়ান অপরাজিত ২৩, বেইলি অপরাজিত ১৬, চাহাল ২/২৩, অ্যারন ২/২৯, দিন্দা ১/১৯)