ছাত্রলীগকর্মীর পা কেটে দিলো শিবির
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাসুদ হাসান নামের এক ছাত্রলীগকর্মীর পা কেটে বিচ্ছিন্ন করেছে শিবির। এসময় ছাত্রলীগের ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহীর হাত-পায়ের রগ কর্তন করে তারা।
আহত দুই জনকেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। শিবির পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ।
আহত মাসুদ হাসান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আয়াতুল্লাহ বেহেস্তির ছোট ভাই। টগর মোহাম্মদ সালেহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষর্দীরা জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে ক্লাশে যাওয়ার জন বের হয় মাসুদ ও টগর। তারা হল থেকে হেঁটে জিয়াউর রহমান হল পার হয়ে হবিবুর হলের সামনে যায়। সেখান থেকে রিকশা নিয়ে তারা দুজন ক্লাশের দিকে যাচ্ছিল এসময় পেছন চার-পাঁচ জন শিবির ক্যাডার প্রথমে তাদের রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর মাসুদের বাম পায়ের গিড়া শরীর থেকে আলাদা করে দেয়। এছাড়াও তার বাম হাতের রগও কাটে তারা। পাশে থাকা ছাত্রলীগ নেতা টগরেরও হাত ও পায়ের রগ কেটে দেয় শিবির।
এ সময় পাশের দোকানদাররা শিবির ক্যাডারদের ধরতে এলে তারা দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে আহত দুই জনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের উভয়ের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের ধারণা এ কাজ শিবির ছাড়া আর কেউ করেনি। আমরা অপরাধীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা হান্নান, ওয়ালিউল্লাহ ও মাহমুদকে ছাত্রলীগের হাতে মারধরের সময় মাসুদ সঙ্গে ছিল। এ কারণে শিবির তাদের ওপর হামলা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।’