সরকারের সকল কার্যক্রম অবৈধ : নোমান
কাজী আমিনুল হাসান, ঢাকা : বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, এরা সংসদ সদস্য নয় দখলদার। বাংলাদেশের জনগণ তাদের সংসদ সদস্য হিসাবে মনে করে না। বর্তমান সরকারের সকল কার্যক্রম অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি’র সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নোমান আরো বলেন, সরকারের সমালোচনা করা সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার আমাদের সে অধিকার তো দেয়ই নাই, বরং হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছে।
অবিলম্বে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেছেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।