ফাইনালের টিকেট পেতে রাতে নামছে বায়ার্ন ও রিয়াল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় জার্মানির অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে নির্ধারিত হয়ে যাবে পর্তুগালের লিসবনে অনুষ্ঠেয় ২৪ মে‘র ফাইনালে প্রথম পা কে রাখছে।
৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে করিম বেনজেমার গোলে ১-০ ব্যবধানে জিতে এগিয়ে রয়েছে। তবে দলটি সর্বশেষ ইউরোপসেরার মুকুট মাথায় তুলেছিল ২০০২ সালে। বায়ার্ন তো বর্তমান চ্যাম্পিয়নই।
এদিকে বুধবার স্টামফোর্ড ব্রিজে অপর সেমিফাইনালে একই সময় মুখোমুখি হবে চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। স্পেনের ভিসেন্তে ক্যালদেরনে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। (আজকে রাতের খেলা সম্প্রচার করবে টেন স্পোর্টস ও টেন অ্যাকশন)