জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৮
এইদেশ এইসময়, ঢাকা : ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আট সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। দুপুর ১২টায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে তিন জঙ্গি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আতিক নামে পুলিশের এক কনস্টেবল মারা যান। ছিনিয়ে নেয়া জঙ্গিদের মধ্যে রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহমুদ মৃত্যুদণ্ড প্রাপ্ত। এছাড়া সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এ ঘটনার কয়েক ঘণ্টা পর সালেহীনকে আটক করা হয়। পরে ক্রসফায়ারে সে মারা যায়।