সাংসদ নাসিম ওসমান মারা গেছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরের দুন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬২ বছর।
মৃত্যর সময় তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাকে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।।
মহানগর জাতীয় পার্টির সূত্রে জানা যায়, নাসিম ওসমানের মরদেহ বাংলাদেশে আসার পর প্রথম নামাজে জানাজা সংসদ ভবনে ও দ্বিতীয় জানাজা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। এরপর মাসদাইর করবস্থানে তার বাবা ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জোহার কবরের পাশে তাকে শায়িত করা হবে।
এ সংসদ সদস্য মারা যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী শোক প্রকাশ করেন।
নাসিম ওসমান জাতীয় সংসদের ৪ বার নির্বাচিত এমপি। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ এবং ২০১৪ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।