বায়ার্নকে উড়িয়ে ফাইনালে রিয়াল
স্পোর্টস ডেস্ক : অবশেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার কার্লো আনচেলত্তির শিষ্যরা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।
আলিয়াঞ্জ অ্যারিনায় অতিথি রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি বায়ার্ন। প্রথমার্ধেই ৩টি গোল করে ফাইনাল নিশ্চিত করে মাদ্রিদ।
এর আগে প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল। দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন করিম বেনজেমা।
মঙ্গলবার রাতে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন সার্জিও রামোস। ১৬ মিনিটে লুকা মডরিচের কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করেন তিনি। চার মিনিটের ব্যবধানে পর্তুগিজ ডিফেন্ডার পেপের নেওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ করে ফেলেন রামোস।
এরপর ৩৪ মিনিটে বায়ার্নের জালে তৃতীয় গোলটি জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্যারেথ বেলের বাড়ানো বলে লিগের ১৫তম গোল করেন পর্তুগিজ এই সুপারস্টার। এই গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির ১৪ গোল করার রেকর্ড ভাঙলেন রোনালদো।
ম্যাচের শেষ সময়ে (৯০ মিনিট) ফ্রি কিক থেকে গোল করে রোনালদো রিয়ালের জয়ের ব্যবধান আরো বাড়িয়ে নেন।
৪-০ ব্যবধানে পিছিয়ে পড়া বায়ার্নের ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য এ ম্যাচে ৬টি গোল করতে হতো। তবে রিয়ালের রক্ষণদুর্গ ভেঙে একটি গোল করার সুযোগ হয়নি বায়ার্নের। শেষ পর্যন্ত ৪ গোল হজম করে পরাজয়ের তিক্ত স্বাদ নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।