নিজের জন্মদিনে বাবা হচ্ছেন অপূর্ব!
বিনোদন ডেস্ক : বাবা হতে পারা নিঃসন্দেহে একটি আনন্দের ব্যাপার। কিন্তু প্রথম সন্তান লাভের মতো বড় পাওয়াটি যদি হয় নিজের(বাবা) জন্মদিনেই তবে? নিজের জন্মদিনেই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এমনটিই অপূর্বকে জানিয়েছেন ডাক্তার।
অপূর্বর জন্মদিন ২৭ জুন আর এ দিনেই তার স্ত্রী নাজিয়া হাসান অদিতি প্রথমবারের মত মা হবেন। তবে ২৭ জুনের আগে পরেও সন্তান হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অপূর্ব।
অপূর্ব সংবাদমাধ্যমকে জানান,সকলের কাছে দোয়া চাওয়া ছাড়া আমার কিছুই বলার নেই। আমার স্ত্রী এবং সন্তানের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। যেন ভালো ভাবে আমার সন্তান পৃথিবীতে আসতে পারে।
পুত্র সন্তান না কন্যা সন্তান এসব কিছুই এখন জানাতে চান না অপূর্ব। সন্তানের জন্য সুন্দর নামও ঠিক করে রেখেছেন তারা। তবে সব কিছুই প্রকাশ করবেন সন্তানের জন্মের পর।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।