বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শীতলক্ষ্যায় তিন লাশ, প্যানেল মেয়র নজরুলের লাশ শনাক্ত

শীতলক্ষ্যায় তিন লাশ, প্যানেল মেয়র নজরুলের লাশ শনাক্ত 

ai

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আজ বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কউন্সিলর ও প্যানেল মেয়র নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি শনাক্ত করেছেন তার ভাই আব্দুস সালাম। বাকি দুটি লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। বুধবার বিকালে লাশ তিনটি তোলার পর পরনের পাঞ্জাবি দেখে সালাম তার ভাইকে সনাক্ত করেন বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আকতার মোরশেদ।

শীতলক্ষ্যা নদীতে  দুপুরে ভেসে উঠে তিন লাশ। বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান তিনটি লাশের একটি পুলিশ উদ্ধার করেছে।

উল্লেখ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম তার চার সহযোগীসহ ২৭ এপ্রিল অপহৃত হন। ফতুল্লা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। নজরুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

অপহরণের পর স্থানীয়দের বরাত দিয়ে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান, রবিবার দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে কাউন্সিলর নজরুলকে বহনকারী প্রাইভেটকারটিকে সামনে এবং পেছন থেকে দুটি মাইক্রোবাস ঘিরে ধরে। পরে নজরুলসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। অপহৃরণকারীদের দুই-তিনজন কাউন্সিলর নজরুলের প্রাইভেটকারটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যায়। গাড়িগুলো লিঙ্ক রোডের সাইনবোর্ডের দিকে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কাউন্সিলর নজরুলের সঙ্গে অপহৃত অপর চারজন হলেন কাউন্সিলরের প্রাইভেট কারের চালক (নাম জানা যায়নি), বন্ধু তাজুল, স্বপন ও লিটন। কাউন্সিলর নজরুল কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone