বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ জনের মৃত্যু, নিখোঁজ ১৫০০

আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ জনের মৃত্যু, নিখোঁজ ১৫০০ 

image_20217

ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশের আব খোশক গ্রামে ভয়াবহ ভূমিধসে কয়েকটি গ্রাম মাটির নীচে চাপা পড়েছে। এ ঘটনায় অন্তত ৩৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে বলেছে, ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৩৫০ জনে পৌঁছেছে। এ ঘটনায় প্রায় দুই দেড় সহস্রাধিক লোক এখনো নিখোঁজ রয়েছে। এ সংখ্যায় বড় ধরনের রদবদল হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বাদাখশানের প্রাদেশিক ডেপুটি গভর্নর গুল মোহাম্মাদ বাইদার জানিয়েছিলেন, ২৫০ থেকে ৪০০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং ৩৫০ থেকে ৪০০টি বাড়ি ধ্বংস হয়েছে। প্রবল বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

তিনি বলেছেন, এ ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে তা জানা যায়নি তবে, মৃতের সংখ্যা অনেক বেশি হবে বলে আশংকা করা হচ্ছে। জরুরভিত্তিতে সরকারি কর্মকর্তারা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে।

বাদাখশান হচ্ছে তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি দূরবর্তী প্রদেশ।
এদিকে, আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মুহাম্মাদ দায়িম কাকার রাজধানী কাবুলে বলেছেন, আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে, আরগো অঞ্চলের আব বারিক গ্রামে প্রায় ৬০০ পরিবারের বসবাস ছিল এবং ওই এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। এরই ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone